২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে এনসিপির অব্যাহত বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের টানা বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি আজ (শুক্রবার) সকালেও অব্যাহত রয়েছে।

যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে শত শত এনসিপি কর্মী একটানা স্লোগান ও মিছিল করছেন। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি মিছিল যমুনার সামনে পৌঁছায়। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও এতে অংশ নেন।

রাত ২টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি জানিয়েছি। কিন্তু নয় মাস পরেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।”

বিক্ষোভকারীরা একাধিক স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে রয়েছে—
‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’,
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,
‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’,
‘নাহিদ, আখতার আসছে, রাজপথ কাঁপছে’,
‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’,
‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’,
‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’,
‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি।

সকালে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমে এলেও অংশগ্রহণকারীরা থেমে যাননি। কিছুক্ষণ পরপর তারা আবার স্লোগান শুরু করছেন বলে জানা গেছে।

পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top