নিজস্ব প্রতিবেদক:
চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে।
রয়টার্স জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান তাদের জে-১০ যুদ্ধবিমান থেকে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে হামলা চালায়, এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়।
আরেক মার্কিন কর্মকর্তা জানান, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।
তবে রয়টার্সের পক্ষ থেকে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দিল্লিও এখন পর্যন্ত কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ ছাড়া, রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, মোট তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।
পাকিস্তান এরই মধ্যে দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল।