নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে আটটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ থেকে আজকের সমাবেশের ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
সমাবেশকে ঘিরে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত এবং বাংলামোটর পর্যন্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হবে।”
সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “জুমার পর ছাত্রজনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। ফয়সালা করেই আমরা ঘরে ফিরব। কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আর কারা চায় না, তা আজই স্পষ্ট হবে।”
হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টেও কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার শাসনামলে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের খবরে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা।