১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যে ১৬ সাংবাদিক স্থান পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি

নজরুল তীর্থ নামে খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলামে যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৬ সাংবাদিকের নাম।

গেল বুধবার(৭মে, ২০২৫ ) আনুষ্ঠানিকভাবে দিনপঞ্জি’টি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম’এর হাতে তুলে দেন মুদ্রণ ও প্রকাশনা কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

“ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের এই কর্মরত ১৬ জন গর্বিত সাংবাদিকবৃন্দ হলেন-মো. ফাহাদ বিন সাইদ(দৈনিক আজকের পত্রিকা),নবাব মো. শওকত জাহান কিবরিয়া(দৈনিক ভোরের ডাক),তৈয়ব শাহনুর(সময়ের কাগজ), আসলাম বেগ(দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস),মো. কামরুল হাসান(দৈনিক মানবজমিন),দেলোয়ার হোসেন রনি(আজকের দর্পণ),আলম-গীর হোসেন(আলোকিত বাংলাদেশ),মোছা. জান্নাতি বেগম(দৈনিক ইনকিলাব),জিহাদুজ্জামান জিসান(দৈনিক কালবেলা ),মো. শাহাদৎ হোসেন(দৈনিক স্বদেশ প্রতিদিন),অর্ণব আচার্য্য(বাহান্ন নিউজ),মো. শাকিল বাবু(প্রতিদিনের সংবাদ), রোকন বাপ্পী(ডেইলী মেসেঞ্জার),মো. আবু ইসহাক অনিক(দৈনিক জনবাণী ),মো. সাইফুল ইসলাম(সময়ের কণ্ঠস্বর),মো. রোহান চিশতী(এনটিভি অনলাইন )

এ ব্যাপারে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা ও প্রকাশনা কমিটির সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান বলেন, “দিনপঞ্জিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ প্রক্রিয়ায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি অনেক আগে থেকেই হয়ে আসছে। আমরা এবার প্রথমবার আমাদের ক্যাম্পাসের সাংবাদিকগুলোকে সুনির্দিষ্ট করে তাদের একটি স্বীকৃতি দিতে পেরেছি। সকল সাংবাদিকদের সহযোগিতা থাকলে এ ধারা প্রতিবছরই অব্যাহত থাকবে।”

এ ব্যাপারে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মো: শাকিল বাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টা খুবই আনন্দের। জনসংযোগ দপ্তরের মাধ্যমে প্রথমবার এই উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”

নিজের অনুভূতি জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি বলেন, “বিশ্ববিদ্যালয় নামী বেনামি ইউটিবার টিকটকার ব্লগারসহ নানা ধরণের বার্তা প্রেরক সাংবাদিক হিসেবে কাজ করে। তবে জনসংযোগ দপ্তরের এ পদক্ষেপের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা লিপিবদ্ধ হলো। নিঃসন্দেহে জনসংযোগ দপ্তরের এমন কর্মকাণ্ড প্রশংসার দাবিদার।”

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়টির ১৯তম বছর পূর্ণ হলেও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল দিনপঞ্জি “ডায়েরি ২০২৫”তে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটি সাংবাদিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক গেজেট প্রাপ্ত ও চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর কতৃক স্বীকৃত কোন মিডিয়া বা নিউজপেপারের অফিসিয়াল সংবাদকর্মী বা বার্তা প্রেরক হিসেবে কাজ করছে সে বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৯

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮৮৬০ পরীক্ষার্থীর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের

বেরোবিতে গুচ্ছভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণি পাস যুবক আটক

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন যুবককে আটক করা হয়েছে। আটক

Scroll to Top