২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি:
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, বনানী থানা পুলিশ টিনার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে ফারিয়া হক টিনাকে গ্রেফতার করে পুলিশ। মামলার মূল আসামি মেহেরাজসহ মোট ছয়জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। এ সময় পাশের দোকানে থাকা দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়।

পারভেজ ক্ষমা চাওয়ার পরও উত্তেজনা কমেনি। একপর্যায়ে কয়েকজন যুবক পারভেজকে মারধর শুরু করে এবং ছুরিকাঘাত করে। এই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরদিন, ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র—মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ মোট আটজনকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top