১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা গুরুতর আহত হয়ে বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

আহতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর।

আহত মাহদী হাসান জানান, বিক্ষোভ কর্মসূচি শেষে তারা রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে স্টাফ কোয়ার্টার এলাকায় অতর্কিত হামলা চালায় একদল হেলমেটধারী দুর্বৃত্ত। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব।

মাহদীর অভিযোগ, “সাকিবকে অনিয়মের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। সে ক্ষিপ্ত হয়ে তার লোকজন দিয়ে হামলা করিয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার দায় অন্যদিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার ধারণা, এখন ছাত্রলীগেরও এতটা সাহস নেই।”

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও সেনাবাহিনীর একটি টহল দল আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যান। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আহতদের অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির নেতাকর্মীরা অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top