নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-শাসিত কাশ্মীরে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম রাজ কুমার থাপ্পা, তিনি রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (৯ মে) রাতে রাজৌরি শহরের এক আবাসিক এলাকায় পাকিস্তানের গোলা আঘাত হানে। হামলায় থাপ্পা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও রাজ কুমার থাপ্পা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছিলাম। আজ তাঁর বাড়িতে গোলাবর্ষণ হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। এই ঘটনা গভীরভাবে মর্মাহত করেছে।”
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি ছাড়াও জম্মু, সাম্বা, উধমপুর, বারামুলা ও শ্রীনগরসহ বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা সতর্কতা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার দিবাগত রাতে দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি ড্রোন ও বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
এই পাল্টাপাল্টি হামলায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।