১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে পাক গোলাবর্ষণে ভারতীয় সরকারি কর্মকর্তা নিহত, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদক:

কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-শাসিত কাশ্মীরে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম রাজ কুমার থাপ্পা, তিনি রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (৯ মে) রাতে রাজৌরি শহরের এক আবাসিক এলাকায় পাকিস্তানের গোলা আঘাত হানে। হামলায় থাপ্পা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও রাজ কুমার থাপ্পা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছিলাম। আজ তাঁর বাড়িতে গোলাবর্ষণ হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। এই ঘটনা গভীরভাবে মর্মাহত করেছে।”

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি ছাড়াও জম্মু, সাম্বা, উধমপুর, বারামুলা ও শ্রীনগরসহ বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা সতর্কতা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার দিবাগত রাতে দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি ড্রোন ও বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

এই পাল্টাপাল্টি হামলায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

“ভারতের মিডিয়া কার্টুন নেটওয়ার্কে পরিণত” — শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখন ভারতীয় গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি

ভারতের ২৬টি স্থানে পাকিস্তানের ড্রোন ও কামান হামলা, উত্তপ্ত উপমহাদেশ

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ বিস্তীর্ণ এলাকায় একযোগে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (৯ মে) রাতে চালানো এই হামলায় অন্তত তিনজন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তি করতে উদ্যোগী হয়েছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই প্রচেষ্টার পথে বড় বাধা

চীনা জে-১০ দিয়ে ভারতীয় রাফালসহ দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার

Scroll to Top