নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখন ভারতীয় গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, “ভারতের মিডিয়া এখন কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।”
শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফ্রিদি বলেন, “খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। ক্রিকেট একসময় আমাদের একত্র করেছিল, আর এখন আমাদের ক্রসফায়ারে ফেলছে।”
গত ৭ মে পিএসএলের পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হয়। এর ফলে ম্যাচ বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে জানানো হয়, চলতি আসরের বাকি আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এরপর রাতে আরেক বিবৃতিতে পিএসএল পুরোপুরি স্থগিতের কথা জানায় বোর্ড।
এই হামলার প্রতিবাদ জানিয়ে আফ্রিদি বলেন, “পিএসএল দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খেলা স্থগিত করা হয়েছে, আর ভারতের ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে আঘাত করছে। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও স্ট্যাম্প আবার উঠুক।”
ভারতের মিডিয়া নিয়ে আফ্রিদির মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, “ভারতীয় মিডিয়া এখন প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।”
ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান প্রত্যক্ষভাবে জড়িত। এরপরই ৬ মে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে। এই উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও।
এদিকে, নিরাপত্তা হুমকির কারণে আইপিএলেও বড় ধাক্কা লেগেছে। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। পরদিন বিসিসিআই জানায়, চলমান আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত এবং বিদেশি খেলোয়াড়দের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।