নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ভারতের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১০ মে) ভোরে ভারতের এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি) এক বিবৃতিতে জানায়, এসব বিমানবন্দরে আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।
সাময়িকভাবে বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো হলো: আধামপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাথিন্দা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সালমির, জম্মু, জামনগর, যোধপুর, কান্দলা, কাঙ্গরা, কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসাওয়া, শিমলা, শ্রীনগর, দোইসে ও উত্তরলাই।
এ ছাড়া দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (FIR) অধীনে থাকা ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটও আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিজিসিএ।
এর আগে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যাতে হতাহতের ঘটনা ঘটে।
ভারতের হামলার জবাবে শুক্রবার রাতে পালটা ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ চালায় পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের একাধিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালিয়েছে।