১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, রাফাল ভূপাতিত করল পাকিস্তান—বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের উপকূলের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত—এমন দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

পত্রিকাটি জানায়, ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বলা হয়েছে, নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে সরিয়ে নিয়েছে। বর্তমানে যুদ্ধজাহাজের এই স্ট্রাইক গ্রুপ করাচি উপকূল থেকে মাত্র ৩০০-৪০০ মাইল দূরে অবস্থান করছে।

এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ। এর মধ্যে কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতি ম্যাক ৩ এবং যা ৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে ৩০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলজুড়ে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আরও বেড়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট।

রাওয়ালপিন্ডিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারতের জবাব আমরা দেব—আমাদের পছন্দের সময়, পদ্ধতি ও স্থানে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাকিস্তানের পালটা হামলার জবাবে ৩২টি বিমানবন্দর বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ভারতের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১০ মে) ভোরে ভারতের এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই)

ভারতের হামলার পালটা জবাবে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ শুরু, আকাশসীমা বন্ধ রেখেছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগ্রাসী সামরিক অভিযানের জবাবে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। পালটা সামরিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ পরিচালনা করছে পাকিস্তান। একইসঙ্গে দেশের

৩৬টি স্থানে ৩০০-৪০০ ড্রোন হামলা, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতায় চাপে দিল্লি – স্বীকার করল ভারত

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ড্রোন অনুপ্রবেশ নিয়ে নতুন অভিযোগ তুলেছে ভারত। ভারতের দাবি, ৮ ও ৯ মে’র মধ্যরাতে

“ভারতের মিডিয়া কার্টুন নেটওয়ার্কে পরিণত” — শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখন ভারতীয় গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি

Scroll to Top