২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

খোকসা বাজারে বিশেষ অভিযানে পূর্বের মামলার আসামি গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা বাজার এলাকায় ১০ মে ২০২৫ ইং তারিখ, দুপুর ১ টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে খোকসা থানা পুলিশ। অভিযানে পূর্বে দায়েরকৃত একটি চুরির মামলার অন্যতম আসামি মোঃ হাসিম সরদার (৩০), পিতা- তুফান সরদার, গ্রাম- বশোয়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, হোয়াটস অ্যাপের তথ্য সুত্রে জানা যায়, গত ১৬ মার্চ ২০২৫ তারিখে খোকসা থানায় একটি চুরির অভিযোগে মামলা দায়ের হয় (এফআইআর নং- ৯, জি.আর. নং-৩৪)। মামলাটি দায়ের হওয়ার সময় ছিল রাত ৮ টা ১৫ মিনিট। তদন্তের ভিত্তিতে হাসিম সরদার ওই মামলার অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে খোকসা পৌর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top