১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

“ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর” স্লোগানে উত্তাল ইবি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইবি শিক্ষার্থীরা। এসময় “একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর” স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

আজ শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাস ও পাশ্ববর্তী শেখাপাড়া সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সবাবেশে তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় ঘোষিত তিন দফার দবির বাস্তবায়ন চান।

এসময় তাদের “ব্যান ব্যান, আওয়ামী লীগ”, “একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, আওয়ামী লীগের ফাঁসি দে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘৮ মাস পরেও আমাদের আরেকটি আন্দোলন করতে হচ্ছে; সেটি আমাদের ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবে আমরা এক ছিলাম। কিন্তু কিছু চাওয়া-পাওয়া বা বুঝাপড়ার কারণে আওয়ামী দোসরদের ব্যাপারে যারা নমনীয়তা দেখাচ্ছে, আমরা আশা করি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও এক হবেন। ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন দ্রুত আনুষ্ঠানিক নিষিদ্ধের ঘোষণা দিতে ইন্টেরিমকে আহ্বান করছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৯

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮৮৬০ পরীক্ষার্থীর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের

যে ১৬ সাংবাদিক স্থান পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি নজরুল তীর্থ নামে খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলামে যুক্ত করা হয়েছে

Scroll to Top