নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দিল্লির গোলামির শৃঙ্খল ছিঁড়েছি পিন্ডির দাসত্ব বরণ করার জন্য নয়।
রোববার (১১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি লিখেন, দিল্লির গোলামির শৃঙ্খল ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়, আবার ওয়াশিংটন কিংবা মস্কোর অধীনে যাওয়ার জন্যও নয়।
এর আগে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে সেটিকে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন। রাজপথের লড়াই থেমে নেই, বরং এটি এক ধরনের সম্মিলিত সংগ্রামে রূপ নিয়েছে। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে রাজপথেই ফিরে যাই—কারণ সেটাই আমার পরিচিত জায়গা, যেখানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।
তিনি আরও লেখেন, রাজনীতি থেকে সরে যাওয়ার ভাবনা মাঝেমধ্যে এলেও গণআন্দোলনের প্রহরী হিসেবে থেকে যাওয়াই কর্তব্য মনে হয়। বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার কণ্ঠস্বর আরও উচ্চকিত করতে চাই।
আসিফ মাহমুদ বলেন, বর্তমানে সরকারের অংশ হওয়া যেন দুই ধার বিশিষ্ট তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো। সরকারের কোনো ভুল হলে—even যদি তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে—তবুও জনগণ আমাদেরকেই দায়ী করে। আবার, যখন ছাত্র-জনতা রাজপথে নামে, তখন ক্ষমতার কেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে এবং লক্ষ্যবস্তু বানায়। অনেক সময় মনে করা হয় আমরা ইচ্ছাকৃতভাবে এসব ঘটাচ্ছি। জুলাই ইস্যুতে কোনো ধরনের আপস না করায় আমরা অনেকের চোখের কাঁটা হয়েছি।
তিনি মন্তব্য করেন, রাষ্ট্র অনেক বড় এবং জটিল একটি ব্যবস্থা, যেখানে বাস্তব কোনো পরিবর্তন আনা সত্যিই কঠিন কাজ।