নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই প্রশংসা করেন।
পোস্টে শেহবাজ লেখেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই একে অপরের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে আসছে।
তিনি বলেন, বিশ্বশান্তির লক্ষ্যে ট্রাম্পের নেতৃত্ব ও প্রতিশ্রুতি অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় তাঁর সদিচ্ছা এবং উদ্যোগের মূল্য অনেক বেশি।
শেহবাজ আরও মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে পাকিস্তান একটি শক্তিশালী অংশীদারকে পেয়েছে, যিনি কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও ভারত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনা শেষে দুই দেশ এ সিদ্ধান্তে পৌঁছায়।
ট্রাম্প বলেন, যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবুও তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করে যাবেন এবং কাশ্মীর ইস্যুতে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় থাকবেন।
এর আগে শনিবার ভোররাতে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের বেশ কিছু লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। এরপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।