মো : রমজান মিয়া, গাজীপুর প্রতিনিধি:
“রক্তের দামে কিনেছে স্বপ্ন, সাহসী ভোর সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্য ঘোর” — এই স্লোগানকে ধারন করি এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এক শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবি পাটি গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি সমুদ্র ও জলবায়ু বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির,গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, এডভোকেট দেবাশীষ রায়, বাসন মেট্রো থানার সদস্য সচিব মমিন মিয়া, কাপাসিয়ার সংগঠক মিজানুর রহমান, আলমগীর ওয়েছী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে এম আমজাদ খান বলেন, আমরা এমন একটি সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি যখন আওয়ামী লীগ—যাকে আমরা ‘ফ্যাসিস্ট লীগ’ বলে থাকি—গতকাল তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি, সামনে এক মাসের মধ্যে দলটি পুরোপুরি নিষিদ্ধ হবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথ আরও সুগম হবে।” এবি পার্টি মনে করেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমেই আমাদের রাজনৈতিক সার্থকতা।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা কেক কেটে এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এসময় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ও ন্যায়ের সমাজ গঠনে এবি পার্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।