নিজস্ব প্রতিবেদক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটক নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার শহিদ আফ্রিদি।
পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আফ্রিদি বলেন, স্বল্প মেয়াদি এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে “চুপ করিয়ে দিয়েছে”। করাচিতে আয়োজিত ‘ইয়ুম-ই-তাশাকুর’ বা কৃতজ্ঞতা দিবসের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।”
আফ্রিদি আরও অভিযোগ করেন, “ভারতীয় বাহিনী শিশুদের হত্যা করেছে, বেসামরিক এলাকা ও মসজিদে হামলা চালিয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আগ্রাসনের মুখে নীরব থাকা যায় না।”
এর আগে পহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে আফ্রিদি বলেন, “ভারত যদি দাবি করে আমরা জড়িত, তাহলে প্রমাণ দিক। নিজেদের জনগণকে রক্ষা করতে না পেরে ভারতীয় সেনাবাহিনী এখন দোষ চাপানোর চেষ্টা করছে। এটা তাদের অক্ষমতার প্রমাণ।”
এই মন্তব্যে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সঙ্গে জনমতেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদিও যুদ্ধবিরতির ঘোষণা স্বস্তির বার্তা নিয়ে এসেছে, তবে এমন ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।