নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমানে নিজ দেশ পাকিস্তানে অবস্থান করছেন। ইসলামাবাদে তার এই সফর ‘আলোচনা ও পরামর্শের জন্য’ বলেই জানানো হয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে।
ঢাকা থেকে তার হঠাৎ প্রস্থানে কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও ইসলামাবাদ সফরকে নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে, তবুও আঞ্চলিক পরিস্থিতি এবং সাম্প্রতিক দ্বিপাক্ষিক উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার (১১ মে) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন হাইকমিশনার মারুফ। তিনি দুবাই হয়ে ইসলামাবাদ পৌঁছান।
তবে তিনি ঠিক কবে ঢাকায় ফিরবেন, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় কূটনৈতিক দায়িত্ব পালন শুরু করেন।