ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘Setting Vision and Mission of the University & the POEs’ শীর্ষক কর্মশালা আজ, ১২ মে ২০২৫ তারিখ, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এবং অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরবর্তী চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশন নির্ধারণ এবং সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর তাঁরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।