১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত আসামি ইমরান গ্রেপ্তার

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আলোচিত কলেজছাত্রী ও শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক প্রধান আসামি ইমরান মুন্সি (১৭) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি মহল্লা থেকে তাকে আটক করে পটুয়াখালী জেলা
গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গণমাধ্যমকে ইমরান মুন্সির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা জসিম উদ্দিন ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর লামিয়ার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। এসময় লামিয়া দুমকী উপজেলার আলগী গ্রামে নানাবাড়িতে বসবাস করছিলেন।পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গণমাধ্যমকে ইমরান মুন্সির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা জসিম উদ্দিন ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর লামিয়ার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। এসময় লামিয়া দুমকী উপজেলার আলগী গ্রামে নানাবাড়িতে বসবাস করছিলেন।

১৮ মার্চ লামিয়া দাদাবাড়ি নলদোয়ানি গ্রাম থেকে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার দু’দিন পর, ২০ মার্চ দুপুরে লামিয়া নিজেই দুমকী থানায় মামলা দায়ের করেন। এজাহারে সহপাঠী সিফাত মুন্সি ও স্থানীয় মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিব মুন্সির নাম উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা লামিয়াকে অপহরণ করে ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে।

পরে পুলিশ সিফাত ও শাকিবকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত তুলে ধরে এবং ঘটনার অন্যতম মূল হোতা হিসেবে ইমরান মুন্সির নাম প্রকাশ করে।

ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। একপর্যায়ে ২৬ এপ্রিল রাত ৯টায় রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকার মায়ের ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। পরদিন গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয় শহীদ বাবার কবরের পাশে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাক হাইকমিশনার মারুফ ‘আলোচনার জন্য’ দেশে, ঢাকায় ফেরার সময় অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমানে নিজ দেশ পাকিস্তানে অবস্থান করছেন। ইসলামাবাদে তার এই সফর ‘আলোচনা ও পরামর্শের জন্য’ বলেই জানানো

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৯, আহত ৯৪

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য

আওয়ামী লীগ নিষিদ্ধে এখনো আসেনি প্রজ্ঞাপন, ক্ষোভ প্রকাশ সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা এলেও, এ বিষয়ে এখনো কোনো

Scroll to Top