নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১২টার কিছু আগে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে ডিবি।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানীসহ মানিকগঞ্জ জেলায় বিভিন্ন হত্যা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ছিলেন এবং লোকগানের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। সরকারবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি প্রকাশ্যে দেখা যাচ্ছিলেন না। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিও প্রকাশ করে ফের আলোচনায় আসেন।
ভিডিওটিতে দেখা যায়, তিনি একটি কক্ষে বসে মোবাইল ফোন হাতে নিয়ে গান গাইছেন—“আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?” গানটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
ডিবি জানায়, মমতাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার তদন্ত চলছে। গত বছরের ২৩ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলায় মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ ১০৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার পটভূমিতে ছিল বহু বছর আগে হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা।
এছাড়া ১০ অক্টোবর দায়ের হওয়া আরেকটি মামলায় মমতাজসহ ৩৭ জন পুলিশ সদস্য ও আরও অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে মমতাজকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।