১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী ও রাশেদ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রিদয় ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার(১২ মে) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানা যায়। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিএসই  বিভাগের নাজমুস সাকিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মারিয়া মিম।  যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের জান্নাতুল ফেরদাউস বর্ষা, আল কেরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের  মো: আবু হামজা, আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের মো: মুরসালিন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আহমদ মূসা, ব্যবস্হাপনা বিভাগের মোদাস্সির হোসেন।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের মো:শুভ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের আবু দারদা, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের ইফফাত আরা বৃষ্টি,  আইন বিভাগের পারভেজ হোসেন  সমাজকল্যাণ বিভাগের যারীন তাসমিয়া ও রাকিব হোসেন,, দাওয়া এন্ড স্টাডিজ বিভাগের মাসুম বিল্লাহ মনোনীত হয়েছেন।

কমিটিতে মনোনীত আরও হলেন, অর্থ সম্পাদক হিসেবে আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ওসমান গণি, দপ্তর সম্পাদক হিসবে বাংলা বিভাগের বাপ্পি, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হাসেম আলী, সংস্কৃতিক সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিশাত উলফাত শিখা, প্রচার সম্পাদক হিসেবে আইন বিভাগের শাহরিয়ার মির্জা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে আইন বিভাগের আবুল হাসান, ক্রীড়া সম্পাদক হিসেবে আইন বিভাগের ফরহান হোসেন।

এছাড়াও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের বিল্লাল মালিতা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের মো: আশিক, উন্নয়ন সম্পাদক হিসেবে চারুকলা বিভাগের মোল্লা ইশতিয়াক আহমেদ, আন্ত:সংগঠন বিষয়ক সম্পাদক হিসেবে ফাতেমা তাসনিম দিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে  বাংলা বিভাগের জিহাদুর রহমান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে চারুকলা বিভাগের সাথি খাতুন মনোনীত হয়েছেন।

সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “ছাত্রকল্যাণ কমিটি গঠনের মাধ্যমে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সেক্রেটারি হিসেবে আমি প্রতিটি সদস্যের দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

‘রবীন্দ্র-জয়ন্তী’কে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় দিনব্যাপী

বাকৃবিতে ভাড়া নির্ধারিত থাকলেও মানছে না রিকশাচালকেরা, শিক্ষার্থীদের ক্ষোভ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্তে এবং রিকশা চালকদের জন্য ন্যায্যমূল্য বিবেচনায় নিয়ে প্রশাসন কর্তৃক নির্দিষ্ট ভাড়ার চার্ট প্রণয়ন করা

আগামীকাল চবির সমাবর্তন: ২২ হাজার গ্র্যাজুয়েটের মিলনমেলায় গড়বে ইতিহাস

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বিদ্যা হলো মানুষের জন্য এমন এক ধন, যা চুরি হয় না, ব্যয় করলে কমে না, বরং বাড়ে।’ আর এই বিদ্যা অর্জনের

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জবির ছাত্রদল নেতা রবিউল আওয়াল

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত একজন দরিদ্র শিক্ষার্থীর ভর্তিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল। সম্প্রতি

Scroll to Top