মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পারিবারিক অসচ্ছলতার কারণে বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোরীর। তবে শেষ মুহূর্তে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় সেই বাল্যবিবাহ।
সোমবার (১৩ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান নিজে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা লেবুর শরবত বিক্রি করে সংসার চালান। তিন কন্যার মধ্যে সে বড় হওয়ায় পরিবারের অভাব-অনটনের মধ্যে তার বিয়ের আয়োজন শুরু হয়েছিল। বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিয়ে বন্ধ করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমও উপস্থিত ছিলেন। পরিবারটির অসহায় পরিস্থিতি বিবেচনায়, মানবিক দৃষ্টিকোণ থেকে মেয়েটির পরিবারকে ভিডাব্লিউবি (ঠডই) কর্মসূচির আওতায় সরকারি চাল সহায়তার কার্ড দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
তাছাড়া, মেয়েটির বাবাকে বাল্যবিবাহের চেষ্টার অভিযোগে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত আছে। কোনো পরিবারই আইনের ঊর্ধ্বে নয়। তবে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো বিবেচনা করছি।