নিজস্ব প্রতিবেদক:
প্রথম সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে অবতরণের আগে সৌদি আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে স্বাগত জানাতে আকাশে মোতায়েন করা হয় সৌদি যুদ্ধবিমান। এফ-১৫ যুদ্ধবিমান দ্বারা এয়ার ফোর্স ওয়ানকে ঘিরে রাখার এই আয়োজন কূটনৈতিক মর্যাদার বিশেষ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) সৌদি সময় সকাল ৯টা ৪৯ মিনিটে ট্রাম্পকে বহনকারী বিমানটি রিয়াদ বিমানবন্দরে অবতরণ করে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ রয়্যাল টার্মিনালে তার সম্মানে বিছানো হয় রাজকীয় বেগুনি কার্পেট। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
আগত অতিথিকে সম্মান জানাতে সৌদি রাজধানীর রাস্তাগুলো সাজানো হয় সৌদি আর যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে। বিমানবন্দরে ঐতিহ্যবাহী কফি অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প ও যুবরাজ। সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ হোটেলের উদ্দেশে রওনা হন।
সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আজই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এছাড়া তিনি উপসাগরীয় সম্মেলনেও অংশ নেবেন।
রয়েছে আরও ব্যস্ত কর্মসূচি—রয়্যাল কোর্টে চুক্তি স্বাক্ষর, মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তব্য, সিইওদের সঙ্গে লাঞ্চন, এবং ইউনেসকো স্বীকৃত ঐতিহাসিক স্থান দিরিয়াহ ও আত-তুরাইফ পরিদর্শন। দিন শেষে তিনি যুবরাজের দেওয়া রাজকীয় নৈশভোজে যোগ দেবেন।
সৌদি সফর শেষে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরেও যেতে পারেন বলে জানা গেছে। সফরের আলোচ্য বিষয়গুলোর মধ্যে গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।