১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন

মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি:

রাজধানীর সরকারি  শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংদগঠন সোহরাওয়ার্দীা কলেজ সাংবাদিক সমিতি তার গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।একইসঙ্গে সমিতির নিজস্ব কার্যালয় (রুম) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আজ ১৩ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  শহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধাক্ষ ড.ফরিদা ইয়াসমিন,দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক,আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক জানান,সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজের সন্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন,“সাংবাদিকতা মানেই দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা। সোকসাসের সদস্যরা যেভাবে সচেতনভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।”

একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুল রহমান জানান,“সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।”

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন,“গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি।আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি,ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতি,বদরুন্নেসা কলেজ সাংবাদিক সমিতি,তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা।এছাড়াও  কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান সাংবাদিক সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শেষাংশে কেক কেটে সমিতির বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি গত তিন বছর ধরে কলেজ পর্যায়ে তথ্যচর্চা, শিক্ষামূলক প্রতিবেদন এবং ক্যাম্পাস সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

‘রবীন্দ্র-জয়ন্তী’কে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় দিনব্যাপী

বাকৃবিতে ভাড়া নির্ধারিত থাকলেও মানছে না রিকশাচালকেরা, শিক্ষার্থীদের ক্ষোভ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্তে এবং রিকশা চালকদের জন্য ন্যায্যমূল্য বিবেচনায় নিয়ে প্রশাসন কর্তৃক নির্দিষ্ট ভাড়ার চার্ট প্রণয়ন করা

আগামীকাল চবির সমাবর্তন: ২২ হাজার গ্র্যাজুয়েটের মিলনমেলায় গড়বে ইতিহাস

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বিদ্যা হলো মানুষের জন্য এমন এক ধন, যা চুরি হয় না, ব্যয় করলে কমে না, বরং বাড়ে।’ আর এই বিদ্যা অর্জনের

ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী ও রাশেদ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Scroll to Top