১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জবির ০৭ একরে অস্থায়ী আবাসন তৈরির উদ্যোগ ইউজিসির

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

আজ ১৩ মে ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচ.ডি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জবি’র শিক্ষার্থীদের বিভিন্ন দাবীসমূহ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বাজেট বৃদ্ধি সম্পর্কে ইতিপূর্বে গৃহীত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, আবাসন ভাতা প্রদানের বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে আবাসন ব্যবস্থা করা এবং কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে অস্থায়ী আবাসন স্থাপনা তৈরির জন্য প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়।

এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট পক্ষসমূহকে নিয়ে বহুপাক্ষিক সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যাতে এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আহমেদসহ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তাজমিন, রিনি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের

কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাকৃবিতে ফের রেলপথ অবরোধ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে পেশকৃত ছয় দফা দাবি আদায়ে কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন

মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর সরকারি  শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংদগঠন সোহরাওয়ার্দীা কলেজ সাংবাদিক সমিতি তার গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।একইসঙ্গে

‘রবীন্দ্র-জয়ন্তী’কে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় দিনব্যাপী

Scroll to Top