১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তাজমিন, রিনি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমানকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ মে) সকাল ১০ টায় খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ অধ্যাপক মো.আশেক রায়হান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন।

নবগঠিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষোর মোছাঃ শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের কাজী ফাতেহা আসমিয়া আর্দি, বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের নাহিদা সুলতানা উর্মি।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের তাহিরা আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের রুনা লায়লা এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের রিয়া আক্তার রুমা।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, “আমি সবার কাছে দোয়া চাই। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মেয়েরা যেন দেশ সেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে এবং খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি যেন আরো খ্যাতি ও সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি।”

সভাপতি তাজমিন রহমান বলেন, “ডিবেটের সাথে পথচলা শুরু হয় ২০১৩ থেকে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে নিংড়ে দেয়ার চেষ্টা করবো। এছাড়া আর্থিক সমস্যা দূরীকরণে এলামনাইদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হবে, সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে এবং শিক্ষার্থীদের বই বিমুখতা বন্ধ করতে ক্যাম্পাসে বই বিতরণ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিতার্কিক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাম্য হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ

জবির লং মার্চে উপাচার্য ও কোষাধ্যক্ষ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাকৃবিতে ফের রেলপথ অবরোধ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে পেশকৃত ছয় দফা দাবি আদায়ে কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

জবির ০৭ একরে অস্থায়ী আবাসন তৈরির উদ্যোগ ইউজিসির

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি আজ ১৩ মে ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এর

Scroll to Top