১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নান্দাইলে ১১ বছরের নাতনীকে পাটক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ১১ বছর বয়সের এক নাতনীকে পাট ক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম হোসেন নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। শিশুটির জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্য বুধবার (১৪ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানাগেছে, বিভিন্ন জিসিনপত্রের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ধর্ষক গোলাম হোসেন (৬০) নান্দাইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত আসমত আলীর পুত্র। একই গ্রামের প্রতিবেশী শিশুটি গোলাম হোসেনকে দাদা বলে ডাকতো। এরই সুবাদে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে তাঁর কাছে ডাকত শিশুটিকে। এক পর্যায়ে দুই সপ্তাহ পূর্বে গোলাম হোসেন ওই শিশুকে পাশের পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা চালায়। লজ্জার-ভয়ে শিশুটি তখন কাউকে কিছু বলেনি। কিছুদিন যেতে না যেতেই শিশুটিকে বড় ধরনের প্রলোভন দেখিয়ে ফের পাটক্ষেতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। ওই সময় শিশুটির ভাবি রক্তক্ষরণের ঘটনা জানলেও মেয়েলি অসুখ হয়েছে মনে করে এড়িয়ে যান।

কিন্তু মঙ্গলবার (১৩ মে) বিকেলে বাড়ির অনতিদূরে একটি খালের পাড়ে বসে গাছ থেকে পেরে আম খাওয়া অবস্থায় গোলাম হোসেন আবারও তাকে পাটক্ষেতে নিয়ে এবার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় পাট ক্ষেত থেকে কান্নারত অবস্থায় ওই শিশুটিকে বের হতে দেখে ফেলে আরেক শিশু। পরে ওই শিশু বিষয়টি ধর্ষিতা শিশুর পরিবারকে জানায়। পরে এ ঘটনায় মঙ্গলবার রাতেই পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় ধর্ষক গোলাম হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। নান্দাইল মডেল থানা পুলিশ বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহন চলছে, তাছাড়া অভিযুক্তকে আটক করার জোর চেষ্টা অব্যাহত আছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবির ০২ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী—নাট্যকলা বিভাগের ১৫তম আবর্তনের জর্জিস আনোয়ার

জবির লং মার্চে উপাচার্য ও কোষাধ্যক্ষ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিও সেরা হবে

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় বিচারের দাবি বড় ভাইয়ের, জানাজায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার বড় ভাই আনোয়ারুজ্জামান সাগর।

Scroll to Top