রাকিব হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য একটি হল শাখা ছাত্রদলের নেতাও ছিলেন।
নিজ সংগঠনের নেতার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় দেখছে ছাত্রদল। সে কারণে অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা বুধবার ক্যাম্পাসে আন্দোলনও করেছে সংগঠনটি।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাইন আহমেদ বলেছেন, ” সহযোদ্ধা সহকর্মীর মৃত্যুর সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রদল মাঠে থাকবে। হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, যে জায়গাটিতে হামলার ঘটনা ঘটেছে সেটি বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।