নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের পূবাইলে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে ঋত্বিক সাহা (২০) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে জানা গেছে, ভিকটিম নারী মুসলিম, যাকে ঋত্বিক ধর্মান্তরিত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরে নিয়ে এসে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভিকটিম বাড়ি ফিরে গেলেও, ফের বিয়ে করার আশ্বাস দিয়ে আবারও নিয়ে আসেন। কিন্তু ঋত্বিক নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করে ভুয়া নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে ভুয়া বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি মুসলমান সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
ঘটনার শুরু হয় দুই বছর আগে, যখন মানিকগঞ্জে বান্ধবীর বিয়েতে প্রথম পরিচয় হয় ভিকটিম নারী ও ঋত্বিকের। মেসেঞ্জারে পরিচয় বৃদ্ধি পেয়ে ঋত্বিক ধর্ম পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নারীর ধর্ম জানা মাত্রই ঋত্বিক যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম যুগান্তর জানান, অভিযোগের পর ২৪ ঘণ্টার মধ্যে ঋত্বিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পূবাইল থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।