নিজস্ব প্রতিবেদক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের (আধা সামরিক বাহিনী) অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে এই অভিযান চালানো হচ্ছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সহিংসতা চলমান। সে সময় রাজ্যের হাইকোর্ট মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিলে সংখ্যালঘু কুকি জনগোষ্ঠী এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।
ধীরে ধীরে সেই বিক্ষোভ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। সহিংসতার সুযোগে সক্রিয় হয়ে ওঠে কুকি ও জো জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীরা।
দেড় বছরের বেশি সময় ধরে চলমান এই সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।