নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির প্রধান বিরোধী নেতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। সাক্ষাৎকালে সরকারের আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তিনি। বিশ্বস্ত সূত্র বলছে, ইমরান খান আলোচনায় সম্মতি দিয়েছেন, তবে তা হতে হবে গোপনীয় এবং গণমাধ্যমের দৃষ্টির বাইরে।
পিটিআই বলছে, এবার আলোচনা হবে কৌশলী ও নিরবভাবে। অতীতে গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে আলোচনার প্রয়াস ব্যর্থ হয়েছে বলেই তারা মনে করে। দলটি চায়, এবার একটি টেকসই ও ফলপ্রসূ আলোচনা হোক।
এ বিষয়ে ব্যারিস্টার গহর বলেন, “আমি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছি। তবে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা এখনই সম্ভব নয়।”
প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। পিটিআই সেই প্রস্তাবকে স্বাগত জানালেও জানিয়েছে, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো আলোচনা এগোবে না।
দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো আরও জানিয়েছে, ইমরান খান চান, আলোচনায় সেনাবাহিনীরও সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি প্রতিষ্ঠান (অর্থাৎ সেনাবাহিনী)-এর প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত।