১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে রাজনৈতিক উত্তাপের মধ্যে শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির প্রধান বিরোধী নেতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। সাক্ষাৎকালে সরকারের আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তিনি। বিশ্বস্ত সূত্র বলছে, ইমরান খান আলোচনায় সম্মতি দিয়েছেন, তবে তা হতে হবে গোপনীয় এবং গণমাধ্যমের দৃষ্টির বাইরে।

পিটিআই বলছে, এবার আলোচনা হবে কৌশলী ও নিরবভাবে। অতীতে গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে আলোচনার প্রয়াস ব্যর্থ হয়েছে বলেই তারা মনে করে। দলটি চায়, এবার একটি টেকসই ও ফলপ্রসূ আলোচনা হোক।

এ বিষয়ে ব্যারিস্টার গহর বলেন, “আমি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছি। তবে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা এখনই সম্ভব নয়।”

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। পিটিআই সেই প্রস্তাবকে স্বাগত জানালেও জানিয়েছে, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো আলোচনা এগোবে না।

দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো আরও জানিয়েছে, ইমরান খান চান, আলোচনায় সেনাবাহিনীরও সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি প্রতিষ্ঠান (অর্থাৎ সেনাবাহিনী)-এর প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান রাজনাথ সিংয়ের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল কি না—এমন প্রশ্ন তুলে দেশটির অস্ত্রভাণ্ডার আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের (আধা সামরিক বাহিনী) অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পালটা হামলাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন শাহবাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে

গাজায় ফের ইসরাইলি হামলা, আলোচনার মাঝেও প্রাণ গেল ৮৪ জনের

নিজস্ব প্রতিবেদক: কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালেই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় নতুন করে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলা মূলত উত্তর গাজায়

Scroll to Top