নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণে একজন আন্দোলনকারী নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৫ মে) ভোরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী আব্দুল্লাহ সিদ্দিক নিহত হন। ঘটনার পর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর ৭(৯)২৪) দায়ের করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় সিআইডি বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পায়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্যান্য আসামিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।