১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “এডামস” এর নেতৃত্বে মওলা ও মুগ্ধ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন “অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস”-এর বার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশিত হয়েছে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূর-এ-মণ্ডলা (আইডি: ২২৩১৭০২৬) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মুসফিকুর রহমান মুগ্ধ (আইডি: ১২০১৭০০৭)।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
যুগ্ম-সাধারণ সম্পাদক: মো: রাকিবুল ইসলাম ও মোঃ মোরশেদুল ইসলাম মৃদুল সাংগঠনিক সম্পাদক: মোঃ আরাফাত ইনজামাম (আবির) সাংস্কৃতিক সম্পাদক: তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) ক্রীড়া সম্পাদক: আল শাহরিয়ার খান সাহিত্য ও গবেষণা সম্পাদক: মাসফিকুল হাসান কর্ম ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক: মো: মাহমুদুল হাসান সোহেল

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন:
সায়েদা আক্তার শিখা, সাদেকুল ইসলাম, মোঃ রহিদুজ্জামান (আকাশ), মোঃ দেলোয়ার হোসেন (সুজন), ও মো: নূরসানি ইসলাম।

নির্বাচন কমিশনের প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিব নতুন কমিটির অনুমোদন দেন এবং তাদের সফলতা কামনা করেন।

বিভাগীয় প্রধান ড. মোঃ এমদাদুল হক বলেন, “আমরা চাই এই কমিটি কেবল নামেই নয়, কাজেও এগিয়ে থাকুক। খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।”

নবনির্বাচিত সহ-সভাপতি নূর-এ-মণ্ডলা বলেন, “আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করবো। সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবো।”

সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান মুগ্ধ বলেন, “এই সংগঠনকে কার্যকর রাখতে এবং শিক্ষার্থীদের স্বার্থে নিরলসভাবে কাজ করবো। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই।”

এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের আশা, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম হবে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে

ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

রাকিব হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত

৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

Scroll to Top