২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

দুই উপদেষ্টার এপিএস-পিও ও এক এনসিপি নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিজস্ব প্রতিবেদক:

সরকারের দুই উপদেষ্টার একজন সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), একজন বর্তমান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে আগামী ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে ইতোমধ্যেই দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধেও চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে তার নাম উঠে আসে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে অধিযাচন ও চাহিদাপত্র পাঠানো হয়েছে।

তদন্তের অগ্রগতি জানতে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, “দুদক উদ্যোগ নেওয়ার পর এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা আশঙ্কা করছি, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তদন্ত আড়াল করার চেষ্টা হতে পারে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে গ্রেফতারসহ কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top