নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, “গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তবে এই মামলাগুলোর দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকার বহন করে না।”
তিনি আরও দাবি করেন, “গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট।”
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “সংবাদে ভুল তথ্য এলেও প্রতিবাদ জানালে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলা হয়। অথচ আমরা চাই, এই স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।”
গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “গণমাধ্যমকে বিগত সময়ের ভুলগুলো স্বীকার করে সাহসের সঙ্গে জনগণের কাতারে ফিরে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা কোনো ব্যক্তির মতাদর্শ নয়, বরং তথ্যনির্ভর পেশা হওয়া উচিত। এ কারণে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় প্রদান করা হবে।”
আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারাও অংশ নেন।