১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, “গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তবে এই মামলাগুলোর দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকার বহন করে না।”

তিনি আরও দাবি করেন, “গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট।”

মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “সংবাদে ভুল তথ্য এলেও প্রতিবাদ জানালে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলা হয়। অথচ আমরা চাই, এই স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।”

গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “গণমাধ্যমকে বিগত সময়ের ভুলগুলো স্বীকার করে সাহসের সঙ্গে জনগণের কাতারে ফিরে আসতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা কোনো ব্যক্তির মতাদর্শ নয়, বরং তথ্যনির্ভর পেশা হওয়া উচিত। এ কারণে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় প্রদান করা হবে।”

আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারাও অংশ নেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণ ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ: ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন

নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে সেখানে তার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনা

জামিনে মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর জওয়ান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য।

দুই উপদেষ্টার এপিএস-পিও ও এক এনসিপি নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিজস্ব প্রতিবেদক: সরকারের দুই উপদেষ্টার একজন সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), একজন বর্তমান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক

Scroll to Top