১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করেন। এরপর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড প্রদাণ করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাসের, হযরত আলীকে ৬ মাসের, নয়নকে ৪ মাসের, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১০ লক্ষ টাকার চিংড়ি রেনুসহ তজুমদ্দিনের পাঁচ পাচারকারী লালমোহনে আটক

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিন থেকে পাচারের সময় লালমোহনে ১০ লাখ টাকা মূল্যের বাগদা চিংড়ির পোনা আটক করেছে মৎস্য প্রশাসন। পোনা পাচারের সাথে জড়িত

দুমকীর লেবুখালীতে খেলনা পিস্তলসহ র‍্যাব পরিচয় দেওয়া দুই প্রতারক আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, র‍্যাবের পোশাক, খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও অন্যান্য সরঞ্জামসহ দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার লেবুখালী

নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ দুই কারবারি গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ২২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৯টার

সান্তাহারে বার্মিজ চাকুসহ এক যুবক গ্রেপ্তার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি : সান্তাহার পৌর শহরে রাত্রিকালীন টহলের সময় রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে বার্মিজ ফোল্ডিং চাকু সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার

Scroll to Top