১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদভুক্ত ২২টি বিভাগের ছাত্রদের ২২টি ও ছাত্রীদের ১৭টি দল অংশ নিয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে যে সকল কর্মকান্ড ক্যাম্পাসে প্রয়োজন, সেটা নিশ্চিত করার ব্যাপারে বর্তমান প্রশাসন বদ্ধ পরিকর। ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের মাঝে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহবান জানান উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “এডামস” এর নেতৃত্বে মওলা ও মুগ্ধ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন “অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস”-এর বার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত

ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

রাকিব হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত

৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন

Scroll to Top