খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন থেকে পাচারের সময় লালমোহনে ১০ লাখ টাকা মূল্যের বাগদা চিংড়ির পোনা আটক করেছে মৎস্য প্রশাসন। পোনা পাচারের সাথে জড়িত ৫ জনকে আটক করে লালমোহন থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বাড়ি তজুমদ্দিন উপজেলায় চাচড়া ও সোনাপুর ইউনিয়নে। তারা অবৈধ পন্থায় তজুমদ্দিন উপজেলা থেকে লালমোহন হয়ে এসব পোনা পাচার করছিল। পরে এসব বাগদা চিংড়ির পোনা তেতুঁলিয়া নদীতে অবমুক্ত করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য অফিসার আলী আহমদ আখন্দ জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার তেতুঁলিয়া নদী সংলগ্ন নাজিরপুর ঘাটে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় মোট ১০ টি প্লাষ্টিকের ব্যারেল ভর্তি বাগদা চিংড়ি পোনা পাওয়া যায়। যার মূল্য অনুমান ১০ লক্ষ টাকা। এসব চিংড়ির পোনা ধরা আইনগত দন্ডনীয়। আটককৃতরা হলেন মোঃ রিয়াজ, মোঃ কবির, মোঃ কামরুল, মোঃ ভুট্টু এবং মোঃ পারভেজ। তাদের বাড়ি তজুমদ্দিন উপজেলার চাচড়া ও সোনাপুর ইউনিয়নে।