২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

বিএনপি নেতা ফজলুর রহমানের বিতর্কিত ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব আজ এক বিবৃতিতে বলেন, “বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে যে ঔদ্ধত্যপূর্ণ ও মূর্খতাপ্রসূত বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “২০১৩ সালে হেফাজতের নেতৃত্বে দেশব্যাপী যে আন্দোলন হয়েছিল, সেটিকে বেগম খালেদা জিয়া অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। অথচ সে সময়ও আলেমবিদ্বেষী কিছু নেতা বিএনপিকে বিভ্রান্ত করেছিল। আজ আবারো সেই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি হচ্ছে। ফজলুর রহমানের মতো বাচাল ব্যক্তিরা দলে থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারেক রহমানের উচিত তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া।”

জুনাইদ আল হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে আলেম-ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। যারা আলেম ও তৌহিদি জনতাকে শত্রু মনে করবে, তাদের পরিণতিও হবে ফ্যাসিস্টদের মতো। দেশপ্রেমিক তৌহিদি জনতা একসঙ্গে থাকলে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা হবে এবং কোনো বিদেশি প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

এছাড়া বিবৃতিতে দেশের আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতাকে ইসলামবিদ্বেষী প্রচারণা ও বিদেশি এজেন্ডার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top