১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা সাম্য`র হত্যাকারীদের বিচারের দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালিত হয় আজ বৃহস্পতিবার ১৫ /০৫/২৫ তারিখ।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের (আহ্বায়ক) রাকিব গাজী, (সদস্য সচিব) নাঈম আহমেদ হিমেল, (যুগ্ন আহবায়ক) সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজী, সহ ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিবে তারপরেও আর একটি লাশও আমরা দেখতে চাই না।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিমেল তার বক্তব্যে বলেন আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রনেতা রাতুল গাজী বলেন ছাত্রদল শুধু প্রতিবাদ কর্মসূচি পালন করতে জানে তা না ছাত্রদল প্রতিরোধ ও গড়ে তুলতে পারে আমাদের সহযোদ্ধার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। ছাত্রদলের রক্ত সস্তা নয়! প্রতিফোঁটা রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং

ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “এডামস” এর নেতৃত্বে মওলা ও মুগ্ধ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন “অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস”-এর বার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত

Scroll to Top