১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহীন, নূরনবী, পলাশসহ বিভিন্ন হল থেকে আগত নেতৃবৃন্দ।
এসময় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, আমরা সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। নিরাপদ ক্যাম্পাস একজন ছাত্রের অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সেই নিরাপদ ক্যাম্পাস দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের পদত্যাগ দাবি করছি।”

তিনি আরো বলেন, ‘বাকৃবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে দমাতে যারা শান্তি মিছিল করে খুনি হাসিনাকে সমর্থন যুগিয়ে ছিলো তাদের শাস্তি কার্যকর না করায় ক্যাম্পাসে এখনো ২৪ এর আকাঙ্খা প্রতিফলিত হয়নি। দ্রুত তদন্ত কমিশনের কার্যক্রম শুরু করুন এবং প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের বিতাড়িত করুন। ২৪ এর আকাঙ্খা বাস্তবায়ন করুন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top