নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে সেখানে তার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন। খোঁজ নিয়ে জানা গেছে, ইশতিয়াক হুসাইন ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার পর মুখ খুলেছেন ইশতিয়াক। তিনি দাবি করেন, “গতকালের ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারিনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করেছিলাম। কাউকে আঘাত বা অপমান করার জন্য কাজটি করিনি।”
তবে তার এই বক্তব্য ভিডিও বিশ্লেষণে মিলছে না। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ইশতিয়াক উত্তেজিত ভঙ্গিতে উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ করেন এবং এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইশতিয়াক হুসাইনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
জানা গেছে, ইশতিয়াকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে তার গ্রেপ্তারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।