৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা দিয়ে বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, স্পেন এমন কোনো দেশের সঙ্গে ব্যবসা করে না, যারা গণহত্যা চালায়।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, ইসরায়েল ইস্যুতে এটি এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে কড়া এবং স্পষ্টতম মন্তব্য। মাদ্রিদে অনুষ্ঠিত একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বে এই ঘোষণা দেন সানচেজ।

সেই অধিবেশনে কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ান স্পেনের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সানচেজ বলেন, “আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, মি. রুফিয়ান, আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না।”

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি প্রথমবারের মতো সানচেজ প্রকাশ্যে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেছেন। সাধারণত তার অতি-বাম রাজনৈতিক জোট ‘সুমার’ এই শব্দটি ব্যবহার করত।

সুমারের নেতা ও স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আসছেন। তিনি স্পেন এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়ে আসছেন।

সানচেজের এই মন্তব্যের পর স্পেন-ইসরায়েল সম্পর্ক নতুন এক মোড়ে পৌঁছাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top