২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রেডিয়েশন সতর্কতা: পাকিস্তানের দাবি সত্য প্রমাণিত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের সাম্প্রতিক একটি প্রতিবেদন পাকিস্তানের পূর্ববর্তী দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর সেখানে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। খবর সামা টিভির।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ক্ষেপণাস্ত্র ঘাঁটির তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাঁচ কিলোমিটার এলাকার মানুষদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ভেতরে অবস্থান করার সতর্কবার্তাও প্রদান করা হয়েছিল। রেডিওলজিক্যাল এই ঝুঁকি জননিরাপত্তা এবং পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

জানা গেছে, ১০ মে পাকিস্তানের একটি হামলায় ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান শুরু থেকেই এই দাবি জানিয়ে আসছিল, যা এতদিন ভারত প্রত্যাখ্যান করে আসছিল। তবে ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদনে সেই দাবির সত্যতা প্রকাশ পাওয়ায় ইসলামাবাদের অবস্থান আরও শক্তিশালী হলো।

এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা নিয়েও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top