১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপকারী জবি শিক্ষার্থী ইসতিয়াক হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিনিধি:

জিজ্ঞাসাবাদ শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইসতিয়াক হুসাইনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকালে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ইসতিয়াককে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজ আলম নিজেও তার ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করেন। পোস্টে বলা হয়, “তথ্য উপদেষ্টার ওপর আক্রমণকারী ইসতিয়াককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

ডিবি অফিসে ইসতিয়াকের পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আন্দোলন শেষে ইসতিয়াককে তার বাসায় যাওয়ার দাওয়াতও দেন উপদেষ্টা। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসতিয়াককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন।

দুপুরে ইসতিয়াককে আটকের প্রতিবাদে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন জবি শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর বোতল নিক্ষেপকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

এদিকে, জবি শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলো হলো:
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি প্রদান।
২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন।
4. শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত ১১৫, আহত ২১৬

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। বৃহস্পতিবার (১৫

ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে: ইশতিয়াক

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ  ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’—ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের

জবি শিক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সরকারের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার দফা দাবি মেনে নেওয়ার কারণে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও

গাজা বিক্রির পণ্য নয়, মানবিক সহায়তার পথ খুলতে হবে: হামাস নেতা বাসেম নাঈম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলের সঙ্গে যেকোনো আলোচনার আগে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ—এটি বিক্রির কোনো বস্তু নয়

Scroll to Top