ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। কিন্তু এই আশ্বাসে মন ভরেনি জবি শিক্ষার্থীদের। তারা এরূপ আশ্বাসকে অস্পষ্ট মনে করছেন।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এই তথ্য জানালে বিপরীত প্রতিক্রিয়া দেখান জবি শিক্ষার্থীরা। ইউজিসি চেয়ারম্যান বলেন, “সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।”
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, “কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।”
ওই পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।” জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক বলে চান তিনি।
ফেসবুকে জবি শিক্ষার্থীদের একাংশ কমেন্টে এরূপ ঘোষণাকে ‘অস্পষ্ট’ উল্লেখপূর্বক আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন যে, ” লিখিত ব্যতীত অনশন ছাড়বেন গণঅনশনকারীরা।”