১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আন্দামান সাগরে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গাকে ফেলে দিল ভারতীয় নৌবাহিনী: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক:

আন্দামান সাগরে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের মধ্যে খ্রিস্টান রোহিঙ্গাও ছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের একটি নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমার উপকূলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেয়। এ সময় তাদেরকে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট (লাইফ জ্যাকেট) দেওয়া হয়েছিল।

শুক্রবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে কয়েকজন রোহিঙ্গা শরণার্থী জানান, তাদের পরিবারের সদস্যদের ৬ মে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। এরপর ৮ মে তাদের একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৫ জন খ্রিস্টান রোহিঙ্গা ছিলেন বলেও জানিয়েছেন তারা।

দিলাওয়ার হুসেন নামে একজন রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান, ভুক্তভোগীদের পরিবার ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করেছে। এতে ভারত সরকারকে তাদের স্বজনদের দিল্লিতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের নিয়ে ভারতের কঠোর অবস্থান নজরে আসছে। গত ৭ মে, ভারতের আসাম রাজ্যে নিবন্ধিত অন্তত পাঁচজন রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে ওই রোহিঙ্গারা বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর হেফাজতে রয়েছে।

ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

তথ্যসূত্র: ওএইচসিএইচআর, এপি

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজা বিক্রির বস্তু নয়, আলোচনার আগে চাই মানবিক সহায়তা: হামাস নেতা বাসেম নাঈম

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দিলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের

২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত ১১৫, আহত ২১৬

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। বৃহস্পতিবার (১৫

গাজা বিক্রির পণ্য নয়, মানবিক সহায়তার পথ খুলতে হবে: হামাস নেতা বাসেম নাঈম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলের সঙ্গে যেকোনো আলোচনার আগে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ—এটি বিক্রির কোনো বস্তু নয়

ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রেডিয়েশন সতর্কতা: পাকিস্তানের দাবি সত্য প্রমাণিত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের সাম্প্রতিক একটি প্রতিবেদন পাকিস্তানের পূর্ববর্তী দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি

Scroll to Top