নিজস্ব প্রতিবেদক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী হামলার মাত্রা আরও বাড়িয়েছে। রোববার দিনভর চালানো অভিযানে উপত্যকাটিতে অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার।
গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরাইল। তবে মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে দখলদার বাহিনী। দ্বিতীয় দফার এই অভিযানে গত প্রায় দুই মাসে ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, হামাসের হাতে এখনও অন্তত ৩৫ জন জিম্মি রয়েছেন এবং তাদের উদ্ধারের লক্ষ্যেই সামরিক অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ কারণেই গাজায় হামলার মাত্রা দিন দিন বেড়ে চলেছে।
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিকবার ইসরাইলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক আদালত আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।