নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার দেহে ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরন শনাক্ত হয়েছে, যা ইতিমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
১৮ মে রোববার বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি প্রস্রাবজনিত সমস্যার কারণে তার প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। পরীক্ষার পর শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে, যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। এতে হাড়ে মেটাস্ট্যাসিস পাওয়া গেছে, যা ক্যানসারটির আরও জটিল রূপের ইঙ্গিত দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, ফলে তা নিয়ন্ত্রণে আনতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৮২ বছর বয়সি বাইডেন বর্তমানে ডেলাওয়্যারের উইলমিংটনে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।
এর আগে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, সাম্প্রতিক এক পরীক্ষায় তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল পাওয়া গেছে। কয়েকদিনের মধ্যেই সেটি ক্যানসার হিসেবে শনাক্ত হলো।