১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে ভিসা মেয়াদোত্তীর্ণ হলে আরোপিত হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

 

নিজস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ভিসার অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে স্থায়ীভাবে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র বা পর্যটক ভিসায় অবস্থান করছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। সময়সীমা অতিক্রম করলে শুধু দেশত্যাগে বাধ্য করা হবে না, বরং ভবিষ্যতের জন্য তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি নতুন কোনো বিষয় নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন ইস্যুকে গুরুত্বের সঙ্গে দেখেছে। ট্রাম্প তার শাসনামলের শুরুতেই নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। এমনকি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী, যা দেশটির মাটিতে জন্মগ্রহণকারী সবাইকে নাগরিকত্ব দেয়—সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন তিনি। যদিও সংশোধনী বিরোধী পদক্ষেপগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবুও প্রশাসন অবৈধ অভিবাসীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে এবং স্বেচ্ছায় দেশে ফেরার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে।

নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানকারী বিদেশিদের ফেডারেল সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। এ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top